টালিউডের সেরা ৫ প্রেমিক জুটি! বছরজুড়ে চুটিয়ে প্রেম করেছেন যারা

বিনোদন ডেস্ক: বিদায় ২০২১। অনেক আশা আর নতুন প্রত্যাশা নিয়ে এসেছে ২০২২। বিদায়ী বছরের অনেককিছুই আমাদের জীবনের অংশ হয়ে থাকবে। অনেক ঘটনা আর অঘটনের জন্ম দিয়ে গেছে বিগত বছরটি।  সংসার যেমন ভেঙেছে, তেমনি বলা যায় প্রেমের মৌসুমেও ভরপুর ছিল বছরটি। বিনোদন জগতেও বছরটি ছিল প্রেম-ভালোবাসা, সংসার ভাঙ-গড়ার এক বছর।

কাজের পাশাপাশি সারা বছর চুটিয়ে প্রেম করেছেন জনপ্রিয় তারকারা। বছর শেষের সালতামামিতে পাঠকদের জন্য পাঁচ তারকার প্রেমের আদি-অন্ত তুলে ধরা হলো আজ।

ক্রুশল-অদ্রিজা: এই তারকা জুটির নাম কেন সবার প্রথমে? টেলিপাড়া বলছে, ক্রুশল-অদ্রিজা ২০২১-এ বিচ্ছিন্ন হয়ে এই বছরেই আবার মিলেছেন। একই বছরে বিরহের পরে আবার মিলন যে হাতেগোনা কিছু মানুষের জীবনে ঘটে! এই জুটি তাই তালিকায় সবার প্রথমে।

২০২০-র শেষ থেকে তাদের প্রেম টলিউডের জোরালো গুঞ্জন ছিল। একসঙ্গে গোয়ায় গিয়ে আগুন উসকে দিয়েছিলেন তারা। টানা ৪-৫ মাস আবার গায়েবও হয়ে গিয়েছিলেমন। সবাই যখন তাদের বিচ্ছেদে সিলমোহর প্রায় দিয়েই ফেলেছেন, তখনই ‘কাহানি’-তে মোড়! দীপাবলির আলো ফের তাদের জীবনে ভালোবাসার দীপ জ্বালাল। সম্প্রতি ক্রুশলের দিদির বিয়েতে সাত দিন সেখানেই ছিলেন কন্যে! ২০২২ কি তাদেরও সাতপাকে বাঁধতে চলেছে?

শোভন -স্বস্তিকা: প্রেম শুরু ২০২০-র শেষে। এপ্রিলের প্রথম দিনে ছিল শোভন গাঙ্গুলির জন্মদিন। ওই দিন ছবি দিয়ে স্বস্তিকা দত্ত প্রথম বলেন, ‘এলাম, দেখলাম, ভালবাসলাম…!’ ‘বার্থডে বয়’-এর জন্য প্রেমিকার এটাই ছিল সে দিনের সেরা উপহার। ছবিতে সে দিনই প্রথম সরাসরি প্রেমিকাকে ‘ভালোবাসি’ বলেন শোভনও। সে খবর প্রথম প্রকাশ করে ভারতের আনন্দবাজার পত্রিকা। তার পর থেকেই শোভন-স্বস্তিকা যেন আরও বেশি করে প্রকাশ্যে। ছবি দিয়ে রীতিমতো প্রেমের উদযাপনেও মাতেন অনায়াসে।

অর্ণব-ঈপ্সিতা: ২০২২-এ আইনিভাবে জোড়া লাগবেন বলে জানা গেছে এই জুটি। ছোট পর্দার দেবর আর বউদি নতুন বছরে কাগজের বিয়ে সেরে রাখার কথা ভেবে ফেলেছেন। এ কথা অর্ণব অর্থাৎ শ্রীময়ী ধারাবাহিকের ‘ছোটু’ নিজেই জানিয়েছেন। তার আগে ঈপ্সিতা একটি রিয়্যালিটি শোতে বলেছেন তাদের প্রেমের গল্প। ‘কেয়াপাতার নৌকো’র নায়িকা যদিও নিজ মুখে তার নায়কের নাম জানাননি। শুধু বলেছেন, ‘‘দুই পরিবার আমাদের সম্পর্কের কথা জানেন। বাইরের সবাই জেনে গিয়েছেন। তা হলে বিয়ে কবে? অভিনেত্রী বলেছেন, ‘‘আমাদের কোনো তাড়া নেই। অভিনয় নিয়েই স্নাতকোত্তর পড়ছি। নিজেদের আরও একটু গুছিয়ে নিই। নিজেকে সংসার করার উপযুক্ত করে তুলি। তার পরে বিয়ে।’

ফাহিম-দিয়া: ছোট পর্দার অধিকাংশ দর্শক ‘মিঠাই’ ধারাবাহিকের এই ঝকঝকে এসিপি সাহেবকে দেখলেই যেন ‘ক্যাবলা’ হয়ে যান। বাস্তবে রুদ্র ওরফে ফাহিম মির্জার জীবনে তেমন কেউ নেই? ২০২১ বলছে, আছে তো! কাজের থেকে ছুটি মিললেই রেস্তোরাঁয় সময় কাটান ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের ‘পদ্মমণি’ ওরফে দিয়া চক্রবর্তীর সঙ্গে। সম্ভবত সেখান থেকেই ফাহিম-দিয়ার আলাপ। সেই সূত্রেই রসিকতাও, ‘শেষমেশ পদ্মমণির সঙ্গে রাজা রামমোহন রায়? কী দিনকাল পড়েছে। হে ভগবান!’

উদয়প্রতাপ-অনামিকা: একটা সময় টেলিপাড়ার সবাই জানত ক্রুশল আহুজা আর অনামিকা চক্রবর্তী নাকি লুকিয়ে প্রেম করছেন! জুলাই মাসে ফাঁস, বদলে গিয়েছে পাত্র। অনামিকার পছন্দের মানুষ উদয়প্রতাপ সিংহ। যিনি ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’-এর পরে ‘মিঠাই’ ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন। উদয়-অনামিকার গল্প ফাঁস হয়েছে ‘মিঠাই’-এর ‘উচ্ছেবাবু’ আদৃত রায়ের প্রেম ফাঁস হতেই। জুলাইয়ে অনামিকার জন্মদিনে এসেছিলেন হবু স্ত্রীকে নিয়ে। সেই ছবি অনামিকা নিজেই পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেখানেই দেখা যায়, তার পাশে গা ঘেঁষে দাঁড়িয়ে উদয়! জন্মদিনের ছবি দিতে গিয়ে নিজের প্রেম কাহিনিই ফাঁস করে ফেলবেন, বোধহয় বুঝতে পারেননি নায়িকা।

প্রেমের আগুনে জ্বলছেন সোনাক্ষী!