স্পোর্টস ডেস্ক : আর্ন্তজাতিক টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন এই ফরমেটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানান, তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেবেন।
টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়লেও তবে এখনই ছাড়ছেন না ওয়ানডে ক্রিকেট। দেশের হয়ে খেলবেন আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।
ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ শেষ টি–টোয়েন্টি ম্যাচটি হবে আগামী ১২ অক্টোবর। সেদিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।
সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময়”।
এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।
জামিনের পর ‘এক ঘণ্টার মধ্যে’ মুক্তি মিলল সাবের হোসেন চৌধুরীর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।