টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ায় আইসিসির সমালোচনা করেছেন মহসিন নাকভি। পাশাপাশি সরকার চাইলে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। এমন ইঙ্গিতও দিয়ে রেখেছেন পিসিবির চেয়ারম্যান। মহসিনের এমন মন্তব্যের ২৪ ঘণ্টা পার হতে না হতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। আকিব জাভেদ জানান, নির্বাচক হিসেবে তারা তাদের কাজটা করেছেন। পিসিবির নির্বাচক দলের সদস্যের মতে, বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

নিরাপত্তা ঝুঁকির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ! সেই জন্য লিটন দাস-মোস্তাফিজুর রহমানদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নিতে আইসিসিকে চিঠি দেয় বাংলাদে ক্রিকেট বোর্ড (বিসিবি)। কয়েকবার চিঠি চালাচালির পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কয়েক দফা বৈঠকও করেছে তারা। যদিও আইসিসিকে নিজেদের পরিস্থিতির কথা বোঝাতে ব্যর্থ হয়েছেন আমিনুল ইসলাম বুলবুলরা। কদিন আগে আইসিসির বোর্ড সভায়ও হেরে গেছে বাংলাদেশ।
১৫ ভোটের মধ্যে কেবলমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিয়েছে। লিটনদের সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠিও দেয় দেশটির ক্রিকেট বোর্ড। গত কয়েকদিনে বেশ কয়েকবারই গুঞ্জন উঠেছে, আই যদি বাংলাদেশের দাবি মেনে না নেয় তাহলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। ২৪ জানুয়ারি পিসিবি চেয়ারম্যান মহসিনও এমন ইঙ্গিত দিয়েছেন। আপাতত সরকারের অপেক্ষায় আছেন তারা।
পিসিবির পাশাপাশি রশিদ লতিফ, মোহাম্মদ শেহজাদের মতো ক্রিকেটাররা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছেন। পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি তো জানিয়েই দিয়েছেন পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে সেটিকে তিনি সমর্থন করবেন। এত কিছুর পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল নিয়েছে পিসিবি। বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যে কেন স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেই বা চাওয়া হয়েছিল আকিবের আছে।
পিসিবির নির্বাচক দলের সদস্য বলেন, ‘আমরা নির্বাচক এবং আমাদের কাজ হচ্ছে দল নির্বাচন করা। আমরা খুব বেশি আগে দল ঘোষণা করিনি, ৩০ জানুয়ারি শেষ দিন ছিল। সরকারকে সিদ্ধান্ত নিজে হবে, এই বিষয়ে আমি কিছু বলতে পারি না। চেয়ারম্যান বলেছেন সরকার সিদ্ধান্ত নেবে। অবশ্যই আমরা তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব।’
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, খাওয়াজা নাফে, সালমান মির্জা, সাহিবজাদা ফারহান ও উসমান তারিক। পাশাপাশি দলে রাখা ভবাবর আজম, ফখর জামান, আবরার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, শাদাব খান, উসমান খান ও শাহীন শাহ আফ্রিদির মতো ক্রিকেটারদের। বিশ্বকাপে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস নামিবিয়া, ভারত এবং যুক্তরাষ্ট্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


