স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলেই ফিফটি পূর্ণ করেছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন কুমার দাস। দেশের হয়ে এটাই দ্রুততম ফিফটি।
এর আগে ২০০৭ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের ৭০তম ম্যাচে লিটনের এদিন দশম ফিফটি হাঁকান। তবে ২০ ওভারের ক্রিকেটে তার সর্বোচ্চ ইনিংস ৭৩ রানের।
চলতি মাসের ১৪ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরেবাংলায় ৫৭ বলে ১০টি চার আর এক ছক্কায় ৭৩ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন।
তবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে লিটন আজ ৩৪তম ফিফটি হাঁকান। টেস্ট আর ওয়ানডেতে তিনি ৮টি সেঞ্চুরি করেছেন।
বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।
রনি তালুকদারকে সঙ্গে নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভারের খেলা শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ১০৭ রান। ২৮ বলে ৬৪ ও আর ২০ বলে ৪১ রানে ব্যাট করছেন লিটন দাস ও রনি তালুকদার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।