
স্পোর্টস ডেস্ক: আগামী ১৪ নভেম্বর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে। বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক বাধা দেখা দিলে একদিন বাড়িয়ে ১৫ নভেম্বর শেষ হবে টি-টোয়েন্টির বিশ্ব আসর। এর একদিন পরই ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।
সেই সিরিজের জন্য কিউইদের দল ঘোষণা করা হয়েছে আগেই। কিন্তু ভারতের দল নিয়ে দেখা দিয়েছে সংশয়। কেননা এরই মধ্যে বিরাট কোহলি ঘোষণা দিয়েছেন, চলতি বিশ্বকাপের পর আর কুড়ি ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব করবেন না তিনি। তাই নতুন অধিনায়ক খুঁজতে হবে ভারতকে।
আর চলতি বিশ্বকাপের মাঝেই শুরু হয়ে গেছে ভারতের নতুন অধিনায়কের খোঁজ। চলতি সপ্তাহেই নতুন অধিনায়ক ও নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াড ঘোষণার জন্য আলোচনায় বসবেন ভারতীয় দলের নির্বাচকরা। এই আলোচনার নেতৃত্বে থাকবেন চেতন শর্মা।
ভারতের নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছেন ডানহাতি ওপেনার রোহিত শর্মা। তবে একটা সম্ভাবনা রয়েছে যে, বিশ্বকাপের পরপর হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজটিতে সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারে ভারত। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত অধিনায়ককে দেয়া হতে পারে দায়িত্ব।
শুধু অধিনায়ক নয়, বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ছেন ভারতের হেড কোচ রবি শাস্ত্রীও। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই খুঁজতে হবে নতুন হেড কোচ। আর এক্ষেত্রে সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার রাহুল দ্রাবিড়ের নামই শোনা যাচ্ছে জোরেশোরে।
আগামী ১৭ নভেম্বর থেকে জয়পুরে শুরু হবে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ হবে রাঁচি ও কলকাতা যথাক্রমে ১৯ ও ২১ তারিখ। এরপর কানপুর ও মুম্বাইয়ে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সে দুই ম্যাচ হবে যথাক্রমে ২৫ নভেম্বর ও ৩ ডিসেম্বর তারিখ থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।