স্পোর্টস ডেস্ক: আগস্ট মাসের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চায় না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)।
চলতি বছর ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু করোনাভাইরাসের কারণে আইসিসি’র এই মেগা টুর্নামেন্ট আয়োজন নিয়ে তৈরি হয়েছে সংশয়। এক বছর পিছিয়ে তা আগামী বছর আয়োজন করা হতে পেরে, এ নিয়েও চলছে জল্পনা।
প্রাণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসিও।
সবদিক বিবেচনা করে আগস্ট মাসে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত সূচি মেনেই বিশ্বকাপের প্রস্তুতির কাজ এগোচ্ছে স্থানীয় আয়োজক কমিটি।
ক্রিকেটার, কোচ,কর্মকর্তা,ফ্যানদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে বলে পরিষ্কার করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ফাঁকা মাঠে বিশ্বকাপ আয়োজনের বিকল্প ভাবনাও মাথায় রাখছে আইসিসি।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.