স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন মাইলফলক স্পর্শ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক মঙ্গলবার চট্টগ্রামে কুমিল্লার বিপক্ষে ৪১ বলে তিন চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭১ রানের বিধবংসী ইনিংস খেলেন।
বিপিএলে ঝড়ো ইনিংস খেলে অনন্য উচ্চতায় পৌঁছে যান রিয়াদ। তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মাহমুদউল্লাহ।
দেশ সেরা ওপেনার তামিম ইকবাল ২৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি আর ৪২টি ফিফটির সাহায্যে ৬ হাজার ৭৪১ রান করেন। সাকিব আল হাসান টি-টোয়েন্টিতে ৩৫৭ ম্যাচে অংশ নিয়ে ২০টি ফিফটির সাহায্যে ৫ হাজার ৭১১ রান সংগ্রহ করেন।
রিয়াদ এদিন টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের পর তৃতীয় ব্যাটার হিসেবে বিপিএলে ২০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন।
হানিমুনেই কারিশমাকে বন্ধুর কাছে বিক্রি করে দিতে চেয়েছিল সঞ্জয়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।