স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড দলের নতুন সদস্য স্পিন-অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। কিউইদের হয়ে মাত্র দুটি টেস্ট, ছয়টি ওয়ানডে, দুটি টি-টোয়েন্টি খেলেছেন এখন পর্যন্ত।
আর ক্যারিয়ারের শুরুতেই টি-টোয়েন্টি ফরম্যাটে হ্যাটট্রিকের নজির গড়েছেন এই অফব্রেক বোলার। তাও কিনা পুরো এক ওভার না করেই।
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করে ফেলেন ব্রেসওয়েল। ১৪তম ওভারে ব্রেসওয়েলের হাতে প্রথমবারের মতো বল তুলে দেন কিউই অধিনায়ক।
আর বল হাতে নিয়ে ৫ বলে ৫ রান দিয়ে ৩ আইরিশ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে দেন। প্রতিপক্ষকে ৯১ রানে প্যাকেট করে দেন ব্রেসওয়েল।
১৩.৫ ওভারে ব্রেসওয়েলের বলে ইশ শোধির হাতে ক্যাচ তুলে দেন ক্রেইগ ইয়ং। রানের খাতা না খুলেই ফেরেন।
আর এরই সঙ্গে তৃতীয় কিউই বোলার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক গড়ার কীর্তি গড়লেন ব্রেসওয়েল।
এর আগে ২০০৯ সালে শ্রীলংকা বিপক্ষে টি-টোয়েন্টিতে জ্যাকব ওরাম হ্যাটট্রিক করেছিলেন। ২০১০ সালে টিম সাউদি আবার পাকিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করেন। এর ১২ বছর পর হ্যাটট্রিক করলেন ব্রেসওয়েল।
HAT-TRICK! #MichaelBracewell breezes past Ireland tail.
.
.#IREvNZ @BLACKCAPS @cricketireland pic.twitter.com/aZNuFNiVHK— FanCode (@FanCode) July 20, 2022
আরও একটি কীর্তিতে বিশ্বক্রিকেটে প্রথম হলেন ব্রেসওয়েল। তা হলো— আন্তর্জাতিক ক্রিকেটের এক ইনিংসে এক ওভারের কম বোলিং করে ৩ বা তার বেশি উইকেট নেওয়া প্রথম বোলার এখন ব্রেসওয়েল।
তথ্যসূত্র: ক্রিক ইনফো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।