জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘টিউবওয়েলের পানি’ পান করে একই পরিবারের সদস্যসহ ১৫ জনের গুরুতর অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানিয়েছে, পানি পান করার কিছু সময় পরই তারা নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েন। একই সঙ্গে কয়েকজন অচেতন হয়ে পড়ায় তারা ধারণা করছেন, টিউবয়েলের পানিতে কেউ চেতনানাশক মেশাতে পারে।
গতকাল রোববার উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামে এই ঘটনাটি ঘটে। একই দিনে কয়েকজন একইভাবে অচেতন হয়ে পড়ায় বিষয়টি সবার নজরে আসে। এ নিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাব্দিগছ গ্রামের আমির উদ্দীনের ছেলে জাহেদ রোববার দুপুরে নিজের বাড়িতে টিউবওয়েলের পানি পান করেন। পরে বিকেলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়েন।
বাড়ির লোকেরা তার শরীর দুর্বল বলে মনে করেন। এদিকে বিকেল হলেও জাহেদ ঘুম থেকে না ওঠায় তাকে স্থানীয় ডাক্তার দেখানো হয়। ডাক্তার জানান, তাকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। এদিকে জাহেদের স্ত্রী ও বড় ভাই আব্দুল হামিদও একইভাবে বিকেলে অসুস্থ্ হয়ে পড়েন।
পরিবারের সবাই অসুস্থ হলে তাদের আত্বীয়রা দেখতে আসেন। ‘টিউবওয়েলের পানি’ পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন এমনটি বুঝে ওঠার আগেই আত্বীয়দেরও সেই পানি দিয়ে তৈরি চা খাওয়ানো হয়। পরে নিজ নিজ বাড়িতে গিয়ে অসুস্থ্ হয়ে পড়েন তারা। টিউবয়েলের পানি পান করে অচেতন হয়ে পড়ছে এমন খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়।
গোলাব্দিগছ গ্রামের ইউপি সদস্য হামিদুল ইসলাম বলেন, ‘থানায় বিষয়টি জানানো হয়েছে। টিউবওয়েলের পানিতে চেতনানাশক মেশানোর ফলেই অসুস্থ হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে এখনো বলা যাচ্ছে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।