আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ ‘টিকটক’ নিয়ে চলছে সমালোচনা। এই অ্যাপের বিরুদ্ধে অনৈতিক ও অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগও আছে। এবার ‘অনুপযুক্ত বিষয়বস্তুর ক্রমাগত উপস্থিতির’ অভিযোগ তুলে টিকটক নিষিদ্ধ করেছে ইরাক। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রবিবার গালফ নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে, টিকটক অ্যাপ নৈতিকতার লঙ্ঘন হয় এমন বিভিন্ন বিষয় প্রচারে সাহায্য করে। এছাড়া নির্দিষ্ট বয়সের জনগোষ্ঠীকে টার্গেট করে অশ্লীল ভিডিও প্রচার করে এই অ্যাপের ব্যবহারকারীরা।
তবে ইরাকই প্রথম দেশ নয়, যারা টিকটক নিষিদ্ধ করল। চলতি বছরের শুরুতে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত চলতি বছরের জানুয়ারিতে স্থায়ীভাবে টিকটকসহ ৫৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.