
সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটক, লাইকিসহ ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ। কলেজ ক্যাম্পাসে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণে ধরা পড়লে শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (২৭ অক্টোবর) কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়,
“কলেজ চলাকালীন সময় ও পাঠদানের সময় কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে মোবাইল, ক্যামেরা বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে ভিডিও ধারণ করতে পারবে না।”
এতে আরও বলা হয়, কলেজ ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের টিকটক বা লাইকির ভিডিওতে দেখা গেলে, কিংবা স্মার্টফোনসহ ধরা পড়লে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কলেজ সূত্রে জানা যায়, সম্প্রতি কিছু শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তি কলেজ প্রাঙ্গণে টিকটক ও লাইকির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছিলেন। এতে কলেজের শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
এই পরিস্থিতি মোকাবিলায় কলেজ প্রশাসন শিক্ষার পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। অধ্যক্ষ জুনাব আলী বলেন,“কলেজের শিক্ষাবান্ধব পরিবেশ ও শৃঙ্খলা রক্ষাই আমাদের মূল লক্ষ্য। তাই এ ধরনের কার্যকলাপে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
কলেজের অধ্যক্ষ মো. জুনাব আলী বলেন, আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগী হোক, কলেজের পরিবেশ যেন শিক্ষাবান্ধব থাকে। টিকটক বা লাইকির মতো প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করা শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করে এবং শিক্ষাঙ্গণের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। নিয়ম ভঙ্গ করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীর কাছে স্মার্টফোন পাওয়া গেলে বা ভিডিও ধারণের প্রমাণ মিললে, কলেজ প্রশাসন তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



