টিকটকে ভাইরাল হওয়ার উপায় শুরর দিকে টিকটকে ভাইরাল হওয়া সহজ ছিলো। তবে এখন আর আগের মতো সহজ নয়। টিকটক এখন জনপ্রিয় সোশাল মিডিয়ার একটি। ফলোয়ার কম হোক আর বেশি হোক যে কেউ টিকটকে ভাইরাল হতে পারে।
টিকটকের ফর্মুলা এমনভাবে তৈরি যে সবার জন্যই সমান সুযোগ রাখা হয়েছে। টার্গেট অডিয়েন্স তৈরি করতে সহায়তা করে। তবে আপনি চাইলে আরও কিছু কৌশল অবলম্বন করে বেশি সংখ্যক মানুষের কাছে পৌছাতে পারেন। ব্যবসায়ীদের জন্যও তাদের কন্টেন্ট ভাইরাল করার ক্ষেত্রে টিকটক ভালো প্ল্যাটফর্ম।
প্রথমে নিশ্চিত করুন আপনার ভিডিও সৃজনশীল ও আকর্ষণীয়। বক্সের বাহিরে গিয়ে অন্যভাবে চিন্তা করুন। এমন আইডিয়া খুজে বের করুন যা অন্য কেউ বাস্তবায়ন করেনি। টিকটক এর ফর্মুলা কীভাবে কাজ করে সেটি আপনাকে জানতে হবে।
আপনি টিকটকে একটি ভিডিও পাবলিশ করলে ওদের অ্যালগরিদম ১ম এ নির্দিষ্ট সংখ্যক কাস্টোমারদের কাছে আপনার ভিডিওটি পৌছে দিবে। তবে এটা সীমিত সময়ের জন্য। টিকটক পরীক্ষা করে দেখতে চাইবে আপনার ভিডিওটি গ্রাহকরা কীভাবে নিচ্ছে।
যদি আপনার ভিডিও মানুষ কয়েক সেকেন্ড পর্যন্তও দেখতে না চায় তাহলে টিকটকের কাছে ঐ ভিডিওর আর কোন গুরুত্ব থাকবে না। ভিডিও এর ১ম অংশ আকর্ষণীয় হওয়া ছাড়া উপায় নেই। দর্শক যেনো ভিডিও এর বেশিরভাগ অংশ বা পুরোটা দেখে সেটা নিশ্চিত হতে হবে। যত দীর্ঘ সময় ধরে কাস্টোমার ধরে রাখতে পারবেন ততই ভালো। এজন্য টার্গেট অডিয়েন্সের কথা মাথায় রাখবেন।
ভিডিওর গল্প সুন্দর ও আকর্ষণীয় হতে হবে। কন্টেন্ট এর শেষ দিকে প্রশ্ন ছুড়ে দিতে পারেন। যাতে টপিকটি নিয়ে সবাইল রেসপন্স করে ও আলোচনা করে। কোন সময়ে পাবলিশ করলে বেশি মানুষের কাছে পৌছাতে পারে সেদিকে নজর দিন। আপনার ভিডিও মানুষের পছন্দ হলে বিস্তৃত পরিসরে তা পৌছে যাবে। ভিডিও যেনো দীর্ঘ সময় ধরে না হয় সেদিকে খেয়াল রাখবেন। স্বল্প পরিসরের ভিডিও হলে কাস্টোমার পুরো ভিডিও দেখবে ও পছন্দ হলে বারবার দেখবে। এতে টিকটকের কাছে আপনার ভিডিও এর গুরুত্ব বৃদ্ধি পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।