আন্তর্জাতিক ডেস্ক : বর্তমানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক। গান বা সিনেমার সংলাপে ঠোঁট নেড়ে স্মাটফোনের মাধ্যমে টিকটকে আপলোড করেই রাতারাতি ভাইরাল অনেকে। এবার জানা গেল, টিকটকে তুমুল জনপ্রিয় এক ব্যক্তি যার কোনো স্মার্টফোনই নেই।
জনপিয় এই অ্যাপটির বিষয়েও কোনো ধারণা নেই সংগীত কিংবদন্তি গিদ্দেস চালামান্দার। অথচ তিনিই কিনা ওই অঞ্চলের মহা টিকটক তারকা। তিনি পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মালাউয়ির বাসিন্দা। তাঁর বয়সও ৯২ বছর পার।
গিদ্দেস চালামান্দার ‘লিন্নি হো’ গানটি টিকটকে ৮ কোটি বারের বেশি দেখা হয়েছে। এই গানের ভিডিও ছড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা থেকে এশিয়ার দেশ ফিলিপাইন পর্যন্ত।
বার্তা সংস্থা এএফপিকে এ বিষয়ে চালামান্দা বলেন, ‘বেশ কিছু দিন ধরে মানুষের মোবাইল ফোনে আমার গানের ভিডিও দেখছি। তারা নিজেরাই এসে দেখায়। কিন্তু এটি কীভাবে হলো, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে মানুষ যে আমার এই সংগীতের টিকটক উপভোগ করছে, তা বেশ ভালো লাগছে। আমার মেধাকে বিশ্বকে আকর্ষণ করছে।’
‘লিন্নি হো’ গানটি নাকি ২৪ বছর আগে নিজের মেয়ের জন্য গেয়ে রেকর্ড করেছিলেন চালামান্দা। তবে এখন কী করে টিকটকে ভাইরাল হয়ে পড়ল?
ভিডিওটি প্রথমে ইউটিউবে আপলোডের পর পরই ভাইরাল হয়। ইউটিউবে এটি ৬৯ লাখের বেশি বার দেখা হয়েছে এ পর্যন্ত। এরপর গত বছরের শেষের দিকে ভিডিওটি টিকটকে শেয়ার করা হয়। সেখান থেকে এটি সবখানে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, স্থানীয় এক তরুণ শিল্পী নামাদিঙ্গো চালামান্দাকে নিয়ে সম্প্রতি ‘লিন্নি হু’ শিরোনামে ওই গানের রিমিক্স বের করেন। এর পরই এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ব্যাপক জনপ্রিয়তা পায়।
চালামান্দার ‘লিন্নি হো’ গানটি উপভোগ করুন –
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।