অনেকেই টেলিভিশনকে পিসি মনিটর হিসেবে ব্যবহার করতে চান। সেক্ষেত্রে আপনাকে অবশ্য চারটি বিষয় মাথায় রাখতে হবে। কেননা একটি মনিটর যেভাবে কাজ করে টেলিভিশন কিন্তু একই পদ্ধতিতে কাজ করে না।
সাধারণত টেলিভিশনের সাইজ পিসি মনিটর থেকে অনেক বড় হয়। পছন্দের সিনেমা ও টিভি সিরিজ দেখার জন্য বড় সাইজের স্ক্রিন সহায়ক। সেক্ষেত্রে আপনি টেলিভিশন ব্যবহার করতে পারেন।
তবে টেলিভিশনের সাইজ বড় হলে আপনি যদি অতি নিকটে বসেন তাহলে আপনার চোখের ক্ষতি হবে। চেষ্টা করবেন যেন একটু দূরত্ব বজায় রেখে বসতে পারেন।
ডিসপ্লের পিক্সেলের মোট সংখ্যাকে রেজুলেশন বলা হয়। টেলিভিশন এবং মনিটরের একই রেজুলেশন থাকলে টিভিতে ছবি কিছুটা অস্পষ্ট লক্ষ্য করা যাবে। ইমেজ কোয়ালিটি পিসি মনিটরে ভালো বজায় থাকবে।
উদাহরণ হিসেবে বলা যায় যে, আপনি যদি ৫৫ ইঞ্চির ১০৮০পি রেজুলেশনের টিভি ব্যবহার করেন তাহলে সেখানে ২ মিলিয়ন পিক্সেল থাকবে। আবার আপনি যদি পিসি মনিটর ব্যবহার করেন তাহলে কম সাইজের স্ক্রিনে বেশি পিক্সেল দেওয়া থাকবে।
ঠিক এক কারণেই মনিটরে ইমেজ কোয়ালিটি ভালো আসে। তবে আপনি যদি একটু দূরত্ব থেকে টিভি দেখান তাহলে এ বিষয়টি গুরুতর সমস্যা হবে না।
ডিসপ্লেতে কোন মুভমেন্ট আসতে যে পরিমাণ সময় নেয় তাকে ইনপুট ল্যাগ বলে। ইনপুট ল্যাগ যত কম থাকবে ততই ভালো। সাধারণত টেলিভিশন থেকে পিসি মনিটরে ইনপুট থাকে অনেক কম। তবে যদি আপনি গেমিং এর উদ্দেশ্যে টেলিভিশন ব্যবহার না করেন তাহলে এটি আপনার জন্য সমস্যা নয়।
রেসপন্স টাইম হচ্ছে পিক্সেলের কালার পরিবর্তন হতে কী পরিমান সময় দরকার হয়। সাধারণত টেলিভিশনে মুভি এবং ভিডিও দেখার উপর ফোকাস করেই ইমেজ কোয়ালিটি প্রদান করা হয়।
আপনি খেয়াল করে দেখবেন কোনটির রেসপন্স টাইম সবথেকে বেশি। আপনার টেলিভিশনের রেসপন্স টাইম ভালো হলে আপনি তা পিসি মনিটর হিসেবে অবশ্যই ব্যবহার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।