টিমস অ্যাপের জন্য নতুন থ্রিডি ইমোজি আনলো মাইক্রোসফট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: টিমস অ্যাপের জন্য নতুন থ্রিডি ইমোজি চালু করেছে মাইক্রোসফট। সর্বাধুনিক ফ্লুয়েন্ট ডিজাইন ইমোজির মাধ্যমে বিদ্যমান ১ হাজার ৮০০ ইমোজিতে পরিবর্তন আনছে প্রযুক্তি জায়ান্টটি। পাবলিক প্রিভিউর অংশ হিসেবে থ্রিডি ইমোজিগুলো উন্মুক্ত করা হয়েছে। খবর গ্যাজেটস নাউ।

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমটি যখন প্রথমবারের মতো বাজারে আনা হয় তখন ডিজাইনের সঙ্গে সম্পৃক্ত দলটি অ্যাপল ডিভাইসের মতো থ্রিডি ইমোজি দেখিয়েছিল। কিন্তু যখন প্রিভিউ অপারেটিং সিস্টেমগুলো উন্মুক্তকরণ শুরু হয় তখন গ্রাহকরা অভিযোগ করেন, প্রেজেন্টেশনে যে রকম দেখানো হয়েছিল, আইকনগুলো সে অবস্থায় নেই। এগুলো অনেকটা মলিন। পরবর্তী সময়ে জানা যায়, শুধু টিমস ও ফ্লিপগার্ড অ্যাপের জন্য থ্রিডি ইমোজির ব্যবহার সীমাবদ্ধ।

এক বিবৃতিতে মাইক্রোসফট জানায়, স্কিন টোন পরিবর্তনের সুবিধাসম্পন্ন ইমোজিগুলোয় ছয়টি স্কিন টোন অপশন থাকবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি আরো জানায়, চ্যাট ও চ্যানেলের মেসেজিংয়ে থাকা ইমোজিগুলো ফ্লুয়েন্ট স্টাইলে পরিবর্তন করা হবে এবং যেগুলোয় অ্যানিমেশন যুক্ত করা সম্ভব সেগুলোয় যুক্ত করা হবে।

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে