ময়মনসিংহ নগরীতে ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দেখে বাসা দেখতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন এক কলেজছাত্র। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ দুই তরুণীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুই তরুণীর জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
ঘটনার শিকার নাজমুল হাসান ওরফে নাঈম (২৩), আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভূরারবাড়ী গ্রামে। সে নগরের গুলকিবাড়ী এলাকায় ফখরুজ্জামান টাওয়ারের দ্বিতীয় তলায় সাবলেট বাসা দেখতে গিয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নাজমুলের অভিযোগ অনুযায়ী, বাসায় উপস্থিত চার তরুণী ও চার পুরুষ অস্ত্রের মুখে তাকে জিম্মি করে মারধর করেন। চক্রটি তার মোবাইল, ল্যাপটপ ও ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
গ্রেপ্তারকৃত দুই তরুণী হলেন—সাদিয়া জাহান ওরফে মেঘলা (২১) এবং ফারিয়া আক্তার ওরফে পায়েল (১৯)। তাদের কাছ থেকে মোবাইল ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। দুই তরুণীর বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম ফকির জানিয়েছেন, তাদের জবানবন্দিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পুলিশ চক্রের আরও দুজন নারী ও চারজন পুরুষকে শনাক্তের চেষ্টা করছে।
উল্লেখ্য, ঘটনার শিকার নাজমুল হাসান চলতি বছরের জানুয়ারি মাসে মেডিকেলের প্রশ্নফাঁস চক্রের সঙ্গে যুক্ত থাকার কারণে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন। সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল মানুষকে ভুয়া প্রশ্নপত্র দেখিয়ে অর্থ আদায়।
ওসি শিবিরুল ইসলাম জানিয়েছেন, নগরের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতারণার চক্রে ইতোমধ্যে আরও পাঁচজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত দুই তরুণীর বিলাসী জীবন ও অর্থের উৎসও তদন্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



