আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, টুইটারের প্রধান কার্যালয়ে বছরে খাবারের পেছনে খরচ হয় ১৩ মিলিয়ন মার্কিন ডলার। এজন্য টুইটারের সাবেক ভাইস প্রেসিডেন্ট ট্রাচি হকিন্সকে দুষেছেন তিনি।
প্রসঙ্গত, হকিন্স এক সপ্তাহ আগেও টুইটারে খাবারের বন্দোবস্ত করতেন। এক টুইট বার্তায় তিনি বলেছেন, টুইটার কর্মী প্রতি দিনে ২০ থেকে ২৫ ডলার খরচ করে কর্মীদের দুপুরের খাবার এবং বৈঠকের জন্য।
হকিন্স বলেছেন, ইলন মাস্কের আগের যে দাবি- অফিসে প্রায় কেউ আসেনি এবং গত এক বছরে পরিবেশিত দুপুরের খাবার প্রতি আনুমানিক খরচ ৪০০ ডলারের বেশি ছিল; সেটা মিথ্যা।
তিনি বলেছেন, এটা মিথ্যা। আমি গত সপ্তাহে পদত্যাগ করার আগ পর্যন্ত খাবার চালু রেখেছিলাম। আমি পদত্যাগ করেছি, কারণ আমি ইলন মাস্ক-এর জন্য কাজ করতে চাইনি। সকালের নাস্তা এবং দুপুরের খাবারের জন্য আমরা প্রতি জন দৈনিক ২০ থেকে ২৫ ডলার খরচ করেছি।
সেই টুইটের জবাবে ইলন মাস্ক বলেছেন, টুইটার তার সান ফ্রান্সিসকো সদর দপ্তরে খাবার বাবদ বছরে ১৩ মিলিয়ন ডলার ব্যয় করে।
সূত্র: এনডিটিভি।
This is a lie. I ran this program up until a week ago when I resigned because I didn’t want to work for @elonmusk For breakfast & lunch we spent $20-$25 a day per person. This enabled employees to work thru lunchtime & mtgs. Attendance was anything from 20-50% in the offices. https://t.co/0OjbeComka
— Tracy Hawkins (@_hawko) November 13, 2022
পৃথিবীর খুব কাছেই সূর্যের চেয়েও ১০ গুণ বড় এক কৃষ্ণগহ্বর, জানতেন না খোদ বিজ্ঞানীরাও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।