টুইটার ব্যবহারকারীদের জন্য সুখবর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মাইক্রোব্লগিং প্ল্যাটফরম টুইটার সব ব্যবহারকারীর জন্য একটি সুখবর নিয়ে এসেছে। টুইটারে এমন অনেক ব্যবহারকারী রয়েছেন যাদের অ্যাকাউন্ট কোনো না কোনো কারণে সাসপেন্ড হয়ে গিয়েছে।

যার কারণে ব্যবহারকারীরা চরম বিরক্ত এবং চিন্তিত। তবে টুইটার সে সব ব্যবহারকারীদের জন্য একটি নতুন ঘোষণা করেছে।
টুইটার
টুইটার জানিয়েছে, যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে তারা ১ ফেব্রুয়ারি থেকে তাদের অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে কোন কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছিল টুইটার তা ভালোভাবে যাচাই করবে। এতদিন অ্যাকাউন্ট বন্ধ করলে ব্যবহারকারীর দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনও রাস্তা ছিল না। তবে এবার এ অ্যাকাউন্ট বন্ধকে কেন্দ্র করেই নতুন কিছু নিয়ম আনলো টুইটার।

পুরনো নিয়মের অধীনে, যদি কেউ বার বার টুইটারের নীতিগুলো লঙ্ঘন করে তবে তার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। এছাড়াও কোনও অ্যাকাউন্ট যদি বেআইনি বিষয়বস্তু বা কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে তবে সে টুইটার অ্যাকাউন্টগুলোও স্থগিত করে। তবে টুইটার আগের তুলনায় এখন কম অ্যাকশন নেবে।

চেহারায় বয়সের ছাপ কমাতে বছরে ২১ কোটি টাকা ব্যয়সহ যা যা করছেন তিনি