বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এখন থেকে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে টুইটের ‘ভিউ সংখ্যা’ দেখানোর পাশাপাশি ওয়েব সংস্করণেও এই সুবিধা আনার ঘোষণা দিয়েছে টুইটার।
কোনো ব্যবহারকারীর টুইট অন্যরা কতোবার দেখেছেন, সেটি দেখা যাবে নতুন এই ফিচারের মাধ্যমে। তবে, কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও দেখা গেছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে।
প্রতিবেদন অনুযায়ী, টুইটার অ্যাপের ‘কমেন্ট’, ‘রিটুইট’ ও ‘লাইক’ অপশনের পাশে ব্যবহারকারী এখন থেকে ‘ভিউ কাউন্টার’ দেখতে পারবেন।
টুইটারের ‘এফএকিউ’ বলছে, সকল টুইটে ভিউ সংখ্যা দেখা যাবে, বিষয়টি এমন নয়। ‘কমিউনিটি টুইট’, ‘টুইটার সার্কেল’ টুইট ও ‘অপেক্ষাকৃত পুরোনো’ টুইটে এই সুবিধা মিলবে না।
মূলত, ব্যবহারকারীর টুইট যে কোন সময় প্ল্যাটফর্মটির কারও স্ক্রিনে (এমনকি নিজের হলেও) দেখা গেলে, তা একটি ‘ভিউ’ হিসেবে হিসেবে বিবেচিত হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।
“আপনার টুইট যে কোনো জায়গা থেকে (উদাহরণ হিসেবে- ‘হোম’, ‘সার্চ’, ‘প্রোফাইল’, ‘প্রবন্ধে এমবেড করা টুইট’ ইত্যাদি), যে কেউ দেখুক ও তারা আপনাকে ফলো করুক বা না করুক, তা একটি ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।” –বলছে টুইটার।
“এমনকি অ্যাকাউন্ট মালিক নিজে টুইট দেখলে, সেটিও ‘ভিউ’ হিসেবে বিবেচিত হবে।”
টুইটার আরও বলেছে, ওয়েব সংস্করণ থেকে কোনো টুইট দেখার পর পুনরায় নিজের ফোন থেকে ওই টুইট দেখলে, তবে তা দুটি ভিউ হিসেবে বিবেচিত হবে।
প্রাথমিকভাবে, বুধবার রাত থেকে তুলনামূলক সীমিত পরিসরে ফিচারটি চালু হয়েছে। ভার্জের এক কর্মী এটি পরীক্ষা করে বলেন, তিনি কেবল নিজস্ব টুইটের ভিউ সংখ্যা দেখতে পেয়েছেন, সেটিও টুইটে ক্লিক করার পর।
ভার্জ বলছে, এটি তেমন যুগান্তকারী ফিচার নয়। কারণ, নিজস্ব অ্যাকাউন্টের কার্যক্রম বিশ্লেষণ ও টুইটে বিভিন্ন ‘ইম্প্রেশন’ সংখ্যা দেখার সুবিধা অনেক আগে থেকেই পেয়ে আসছিলেন প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা।
বৃহস্পতিবারের সংস্করণে সকল টুইটার ব্যবহারকারীর ‘ভিউ কাউন্টার’ দেখার সুবিধা আনায় এটি আগের চেয়ে বেশি তথ্য দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।
Twitter is rolling out View Count, so you can see how many times a tweet has been seen! This is normal for video.
Shows how much more alive Twitter is than it may seem, as over 90% of Twitter users read, but don’t tweet, reply or like, as those are public actions.
— Elon Musk (@elonmusk) December 22, 2022
পয়লা ডিসেম্বর টুইটারের ‘চিফ টুইট’ ইলন মাস্ক ফিচারটি ঘোষণা দেওয়ার সময় ইঙ্গিত মিলেছে, প্ল্যাটফর্মের লেখা ও ছবি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্টকে তিনি ভিডিও পোস্টের মতো বানানোর চেষ্টা করছেন, যেখানে এরইমধ্যে ভিউ কাউন্ট সুবিধা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।