বিপিএল শুরুর আগেই ব্যক্তিগত কারণে চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার ও মেন্টরের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
আসন্ন বিপিএল আসরে চট্টগ্রাম রয়্যালস ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজার ও মেন্টর হওয়ার কথা ছিল হাবিবুল বাশার সুমনের। ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে তার নামও ঘোষণা করেছিল। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানালেন তিনি।
প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাচ্ছে ট্রায়াঙ্গেল সার্ভিসেসের মালিকানাধীন নতুন ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। দলটি ঘোষণার পর থেকেই কোচিং ও ম্যানেজমেন্ট স্টাফ গঠনে ব্যস্ততা শুরু করে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৭ নভেম্বর বাশারকে টিম ম্যানেজার ও মেন্টর হিসেবে ঘোষণা দেয় তারা।
তবে বাশার জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্বটি নিতে পারছেন না।
হাবিবুল বাশার বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন। এর আগে তিনি বাংলাদেশ নারী দলের নির্বাচক ও নারী বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিপিএলের নতুন দল হিসেবে চট্টগ্রাম রয়্যালস এখন নতুন ম্যানেজার ও মেন্টর নিয়োগে ভাবতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাশার না থাকলেও কোচিং প্যানেল মোটামুটি ঠিকঠাক চট্টগ্রামের। প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নাজমুল হোসেন মিলন এবং বোলিং কোচ হিসেবে আশরাফুল ইসলাম জিকো থাকছেন দলের সঙ্গে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



