আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে পশ্চিমা দেশগুলোর চাপ নিষ্ক্রিয় করে দিতে পারে। তিনি বুধবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের চাপ যখন ক্রমাগত বাড়ছে তখন এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হলো। খবর পার্সটুডে’র।
এ সময় দুই বন্ধুপ্রতীম দেশের প্রেসিডেন্টরা দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন এবং তেহরান ও মস্কোর মধ্যকার সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় জানান।
টেলিফোনালাপে প্রেসিডেন্ট রায়িসি বলেন, স্বাধীনচেতা দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী হলে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে এসব দেশের স্বার্থ রক্ষিত হয়; ফলে বলদর্পী শক্তিগুলোর চাপ প্রয়োগের প্রচেষ্টা অনেকাংশে নস্যাত হয়ে যায়।তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির ঊর্ধ্বে উঠে ইরান প্রতিটি স্বাধীনচেতা দেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে দৃঢ়প্রতিজ্ঞ।
ইরানের প্রেসিডেন্ট তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে পাশ্চাত্যের সঙ্গে তেহরানের আলোচনা প্রসঙ্গে বলেন, আমরা ওই সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেছি; কাজেই এখন আমেরিকাকে তার প্রতিশ্রুতি রক্ষায় ফিরে আসতে হবে।
টেলিফোনালাপে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় তেহরানের অবস্থানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, বলপ্রয়োগ করে নয় বরং কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করতে হবে।
প্রেসিডেন্ট পুতিন ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমেবেদনা জানান। ইরানের পূর্বাঞ্চলীয় তাবাস শহরের কাছে বুধবার রেললাইনে ভুলক্রমে দাঁড়িয়ে থাকা একটি খননকারী যন্ত্রের সঙ্গে একটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে।এ ঘটনায় অন্তত ২২ জন নিহত ও অর্ধশতাধিক যাত্রী আহত হন। ট্রেনটিতে অন্তত ৩০০ যাত্রী ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।