বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইলন মাস্ক ব্যক্তিগতভাবে অনুমোদন না দিলে টেসলায় কাউকে নিয়োগ দেওয়া যাবে না। টেসলার নির্বাহীদের দেওয়া এক ই-মেইলে এ কথা বলেন টেসলার সিইও।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টেসলার নির্বাহীদের দেওয়া ই-মেইলে মাস্ক সাপ্তাহিক ভিত্তিতে নিয়োগের অনুরোধের তালিকা তাঁকে পাঠাতে বলেন। পাশাপাশি এ ধরনের অনুরোধ পাঠানোর আগে ভালোমতো ভেবে নিতে বলেন তিনি।
ই-মেইলে তিনি বলেন, ‘ই-মেইলে আমার অনুমোদন না পাওয়া পর্যন্ত টেসলায় কেউ যোগ দিতে পারবেন না। এমনকি একজন ঠিকাদারও যোগ দিতে পারবেন না।’
এদিকে চীনের সাংহাই শহরে ব্যাটারি তৈরির কারখানা বানাবে ইলন মাস্কের বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। নতুন এই ‘মেগাপ্যাক’ কারখানার নির্মাণকাজ শুরু হবে এই বছরের শেষ দিকে। আগামী ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের মাঝামাঝি সময়ে নির্মাণকাজ শেষ হওয়ার পর বার্ষিক ১০ হাজার মেগাপ্যাক পর্যন্ত বৈদ্যুতিক শক্তি উৎপাদনে সক্ষম হবে এটি।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, কনটেইনার আকৃতির ব্যাটারি উৎপাদন করা হবে কারখানাটিতে। প্রতিটি প্রায় ৩ হাজার ৬০০ বাড়িতে এক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। এরই মধ্যে টেক্সাস, দক্ষিণ অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন জায়গায় মেগাপ্যাক কারখানা স্থাপন করেছে টেসলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।