স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেট আবার কবে মাঠে গড়াবে, সেটি অনিশ্চিত। তবে ফর্মহীনতায় গত অ্যাশেজের মাঝপথে টেস্ট দল থেকে ছিটকে পড়া ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলী এখন নিজেকে প্রস্তুত মনে করছেন লাল বলের লড়াইয়ের জন্য। ইংলিশ এই অলরাউন্ডার বলছেন, পারলে কালই টেস্ট খেলতে নেমে যেতেন।
টেস্ট ক্রিকেটে ফর্ম না থাকায় গেল বছর অ্যাশেজের মাঝপথেই ইংল্যান্ড দল থেকে বাদ পড়েন মঈন আলী। পরে জায়গা পাননি বোর্ডের লাল বলের কেন্দ্রীয় চুক্তিতেও।
এরপর মঈন নিজেই সিদ্ধান্ত নেন টেস্ট ক্রিকেট বিরতিতে যাওয়ার। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য সম্ভাব্য বিবেচনা থেকে প্রত্যাহার করে নেন নিজেকে।
এরপর জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছেন সীমিত ওভারের ক্রিকেট। এদিকে, যেখানে পারফর্ম করে টেস্ট দলে ফেরার দাবি জানাতে পারতেন, সেই কাউন্টি চ্যাম্পিয়নশিপও পিছিয়ে গেছে করোনাভাইরাসের কারণে। মঈনের তবু বিশ্বাস, এখন তিনি টেস্টের জন্য তৈরি!
ইংল্যান্ডের দ্য গার্ডিয়ানকে ৩২ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, সত্যি বলতে, সম্ভবত এখন আমি প্রস্তুত। এটা স্পষ্ট যে, আমাকে ভালো খেলতে হবে এবং যোগ্যতা দিয়েই দলে জায়গা ফিরে পেতে হবে। তবে প্রস্তুতির দিক থেকে, অবশ্যই ধারণা থেকেই বলছি, কালকেই যদি একটি টেস্ট ম্যাচ থাকে এবং আমাকে ডাকা হয়, বলব যে, আমি প্রস্তুত।
করোনাভাইরাসের এই সময়ে কঠিন বাস্তবতার উপলব্ধিও হয়েছে মঈনের। তিনি বলেন, উপলব্ধি করতে পারছি যে, পৃথিবীতে কতদিন থাকব জানি না, তাই লোকে আমাকে নিয়ে কী বলল, সেটির কোনো মূল্য নেই।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.