স্পোর্টস ডেস্ক: গত বছর হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন পাকিস্তানি বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। আর তার এই অবসর নিয়ে অনেক সমালোচনাও সৃষ্টি হয়েছিল পাকিস্তানের ক্রিকেটে।
এবার এই অবসরের জন্য সাবেক কোচ মিকি আর্থারকে দায়ী করলেন আমির। তার অভিযোগ, আর্থারের অধীনে তৎকালীন টিম ম্যানেজমেন্ট তাকে যথার্থভাবে ব্যবহার করতে পারেনি।
আন্তর্জাতিক ক্রিকেটে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে একটি ফরম্যাট ছেড়ে দিতে হবে, সেটা ভালো করেই জানতেন ২৮ বছর বয়সী আমির।
ইউটিউব চ্যানেল পাক প্যাসনে পাকিস্তানের লিজেন্ডারি স্পিনার মুশতাক আহমেদকে এক সাক্ষাৎকারে আমির বলেন, আমি আমার অবস্থা সম্পর্কে আর্থার ও টিম ম্যানেজমেন্টকে বলেছিলাম, তোমরা আমাকে যথার্থভাবে ব্যবহার করতে পারছ না। তাই আমি এক ফরম্যাট থেকে অবসর নেব। জবাবে আর্থার বলেছিলেন, বিশ্বকাপ এসে গেছে এবং আমরা এ বিষয়ে পরে কথা বলব।
২৮ বছর বয়সী পাক তারকা এই পেসার আরও বলেন, এরপর আমাকে অবসাদে পেয়ে বসল এবং শারিরীক ও মানসিকভাবে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। যার ফলে এশিয়া কাপে ভালো পারফরমেন্স করতে পারলাম না। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লাম। অথচ তার আগে ইংল্যান্ড, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আমি ছিলাম দলের শীর্ষ উইকেট শিকারী। আমি সাদা বলে পারফর্ম করতে পারছিলাম না, যে কারণে তারা আমাকে লাল বলের দল থেকেও বাদ দিয়েছিল।
বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে পাকিস্তান দল। সর্বশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসায় আমির এখন ইংল্যান্ডে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেয়ার অপেক্ষায় আছেন।
ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান দল। ৫ আগস্ট ম্যানচেস্টারে শুরু হবে টেস্ট সিরিজ। এরপর একই ভেন্যুতে ২৮ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।