টেস্ট না খেলে আইপিএল, যা বললেন লিটন

স্পোর্টস ডেস্ক: চলতি মাসের শেষের দিকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে বাংলাদেশ থেকে খেলবেন তিন ক্রিকেটার। মুস্তাফিজুর রহমানের সঙ্গে এবারের আসরে নাম রয়েছে সাকিব আল হাসান এবং লিটন দাসের। শুরু থেকে মুস্তাফিজের খেলা নিয়ে নিশ্চয়তা থাকলেও, এখনও ধোয়াশা রয়ে গেছে সাকিব-লিটনদের খেলা নিয়ে।

আইপিএলে খেলতে ইতোমধ্যে অনাপত্তিপত্র চেয়েছেন সাকিব-লিটন। বিষয়টি নিশ্চিত করেছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি অবশ্য বলেছিলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তাদের ছুটি দেওয়ার ব্যাপারে।

ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টাইগারদের পূর্ণাঙ্গ সিরিজ চলছে। আইপিএল চলাকালেও চলবে এই সিরিজের টেস্ট ম্যাচ। যদিও পুরো আইপিএল খেলার জন্য এরই মধ্যে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন সাকিব-লিটন।

এদিকে সিলেটে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নিয়ে মুখ খুলেছেন লিটন। তার ভাষ্য, আবেদন করেছেন, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত পাননি তারা।

কবে থেকে এনওসি চেয়েছেন প্রশ্নে লিটন জানান, ‘এখনও ডিসিশন হয়নি। হলে জানতে পারবেন। আপনারাই প্রথমে জানতে পারবেন।’

জানা গেছে, আইপিএলে সুযোগ পাওয়া তিন ক্রিকেটারকেই আইপিএলের জন্য অনাপত্তিপত্র দেওয়া হবে। এর মধ্যে মুস্তাফিজুর রহমান টেস্ট না খেলায় তাকে নিয়ে সমস্যা নেই। এর বাইরে সাকিব ও লিটনের যেকোনো একজনকে টেস্ট থেকে ছুটি দেওয়া হতে পারে।

ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে সাকিবের যে রেকর্ড ভাঙলেন মুশফিক