স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দিন আজ মঙ্গলবার হাসপাতালে গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তবে গুরুতর কোনো ব্যপার নয় বলে দলীয় সূত্রে জানা গেছে। ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে দলের এই সেরা অল-রাউন্ডারের কাঁধে বল লেগেছিল। এক্স-রেতে কোনো সমস্যা ধরা না পড়লেও ব্যথা ছিল।
তাই পেশিতে কোনো সমস্যা আছে কি না, সেটি পরীক্ষা করে দেখতেই আজ হাসপাতাল গেছেন সাকিব।
গত ৭ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের একটি বাউন্সার গিয়ে সাকিবের কাঁধে লাগে। এরপর তার এক্সরে করা হয়। তাতে কিছুই ধরা পড়েনি।
তবে চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে। এরপর থেকে অনুশীলনে ব্যথা অনুভব করছিলেন সাকিব। ব্যথা না কমায় স্ক্যান করাতে আজ তাকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
এই ব্যথার কারণেই গতকাল সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে এসেও ব্যাটিং-বোলিং করতে পারননি সাকিব। শুধু ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন করেছেন। আজও সবার আগে মাঠে এসে অনুশীলন না করে হাসপাতালে যান। উল্লেখ্য, আগামীকাল ১৪ ডিসেম্বর বুধবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের আলোচিত সেই রেফারিকে বাড়ি পাঠালো ফিফা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।