জুমবাংলা ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল মহাসড়কে টোল আদায়ে বাইরের দেশের মতো অটোমেটিক প্রিপেইড মিটার স্থাপনের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ‘মহাসড়কের লাইফ টাইম: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এ নির্দেশ দেন।
এসময় অর্থমন্ত্রী বলেন, তাহলে এই টোলের টাকা দিয়েই মহাসড়ক সংস্কার করা যাবে। সড়ক সংস্কার করতে প্রতি বছর সরকারের পক্ষে বিপুল পরিমাণ টাকা দেওয়া সম্ভব হবে না।
নজরুল ইসলাম মন্ত্রীকে বলেন, ইতিমধ্যে এই ধরনের ব্যবস্থা মেঘনা-গোমতীতে আছে। তখন মন্ত্রী বলেন মেঘনা-গোমতীতে এ ধরনের কোনো সিস্টেম নেই আমি জানি। আপনি বলেন কবে এটা বাস্তবায়ন করতে পারবেন।
আ হ ম মোস্তফা কামাল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কাজের কোয়ান্টিটি না বাড়িয়ে কাজের কোয়ালিটি বাড়াতে হবে। চলমান যেসব কাজ আছে সেগুলো বাস্তবায়ন না করে প্রতিদিন শুধু প্রজেক্ট নিয়ে আসেন আর টাকা নিয়ে যান। আমরা টাকা দেওয়া বন্ধ করে দেব।
সূত্র : বার্তা২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।