বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত বছরের চতুর্থ প্রান্তিকে ট্যাবলেট পিসি ও ক্রোমবুক বিক্রি কিছুটা কমলেও পুরো বছরে বিক্রি বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইডিসির প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে বিশ্বব্যাপী ট্যাবলেট পিসি বিক্রি হয়েছে ৪ কোটি ৬০ লাখ ইউনিট, যা পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের চেয়ে ১১ দশমিক ৯ শতাংশ কমেছে। ২০২০ সালে মহামারী শুরুর পর এই প্রথম কোনো প্রান্তিকে ট্যাব বিক্রি কমল। এদিকে পুরো বছরে মোট ট্যাব বিক্রি ৩ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৮৮ লাখ ইউনিট। ২০১৬ সালের পর যা সর্বোচ্চ বিক্রি।
২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ক্রোমবুক বিক্রি ৬৩ দশমিক ৬ শতাংশ কমেছে। তবে পুরো বছরে ক্রোমবুক বিক্রি আগের বছরের তুলনায় বেড়েছে ১৩ দশমিক ৫ শতাংশ। আইডিসির সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট অনুরুপা নটরাজ বলেন, গত বছরটি ট্যাবলেট বাজারের জন্য বেশ আশাব্যঞ্জক হলেও অনেক চাহিদা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে নামতে শুরু করেছে। তবে ভার্চুয়াল লার্নিং, বাসা থেকে কাজ ও বিনোদন সময় বৃদ্ধিতে নিকট ভবিষ্যতেও ট্যাব বিক্রি মহামারী-পূর্ব সময়ের চেয়ে বেশি থাকবে।
আইডিসির রিসার্চ ম্যানেজার জিতেশ উবরানি বলেন, শুরুর দিকে ক্রোমবুকের চাহিদা বেড়েছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো প্রাইমারি মার্কেটে। গত বছর উদীয়মান বাজারগুলোয় ক্রোমবুকের চাহিদা বাড়তে দেখা গেছে। উপকরণ-স্বল্পতার কারণে অবশ্য চাহিদামাফিক ক্রোমবুক সরবরাহ করা কঠিন ঠেকেছে।
গত বছরের চতুর্থ প্রান্তিকে শীর্ষ ৫ ট্যাব বিক্রেতা কোম্পানি ছিল অ্যাপল, স্যামসাং, লেনোভো, অ্যামাজন ও হুয়াওয়ে। অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে অ্যাপলের ট্যাব বিক্রি হয়েছে ১ কোটি ৭৫ লাখ ইউনিট। ট্যাব বাজারের ৩৮ শতাংশ হিস্যা ছিল অ্যাপলের। একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ লাখ ইউনিট ট্যাব বিক্রি করেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটির বাজার হিস্যা ছিল ১৫ দশমিক ৯ শতাংশ। চীনা পিসি নির্মাতা জায়ান্ট লেনোভোর ট্যাব বিক্রি হয়েছে ৪৬ লাখ ইউনিট। মোট ট্যাব বাজারের ১০ শতাংশ বাজার হিস্যা ছিল লেনোভোর।
অ্যামাজনের ট্যাব বিক্রি হয়েছে ৩৬ লাখ ইউনিট। মোট বাজারের ৭ দশমিক ৯ শতাংশ বাজার হিস্যা ছিল অনলাইন বিক্রেতা জায়ান্টটির। চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের ট্যাব বিক্রি হয়েছে ২৫ লাখ। মোট বাজারের ৫ দশমিক ৫ শতাংশ বাজার হিস্যা ছিল মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত কোম্পানিটির। শীর্ষ পাঁচ ব্র্যান্ডের বাইরে অন্য কোম্পানির ট্যাব বিক্রি হয়েছে ১ কোটি ৫ লাখ ইউনিট। তাদের বাজার হিস্যা ছিল ২২ দশমিক ৮ শতাংশ।
২০২১ সালে সর্বোচ্চ ৫ কোটি ৭৮ লাখ ইউনিট ট্যাব বিক্রি করেছে অ্যাপল। ২০২০ সালের ৫ কোটি ৩৩ লাখ ইউনিটের চেয়ে যা বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। গত বছরে ট্যাব মার্কেটে অ্যাপলের বাজার হিস্যা ছিল ৩৪ দশমিক ২ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৯ লাখ ট্যাব বিক্রি করেছে স্যামসাং। এছাড়া লেনোভো, অ্যামাজন ও হুয়াওয়ের ট্যাব বিক্রি হয়েছে যথাক্রমে ১ কোটি ৭৭ লাখ, ১ কোটি ৬১ লাখ ও ৯৭ লাখ ইউনিট।
এদিকে ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে ক্রোমবুক বিক্রিতে শীর্ষ পাঁচ কোম্পানি হচ্ছে এসার, ডেল টেকনোলজিস, লেনোভো, স্যামসাং ও এইচপি। গত প্রান্তিকে এসার গ্রুপের ক্রোমবুক বিক্রি হয়েছে ১৩ লাখ ইউনিট, যা বছরওয়ারি কমেছে ৪৩ দশমিক ৩ শতাংশ। ডেল, লেনোভো, স্যামসাং ও এইচপির বিক্রি হয়েছে যথাক্রমে ১০ লাখ, ৮ লাখ, ৬ লাখ ও ৫ লাখ ইউনিট।
পুরো ২০২১ সালে ক্রোমবুক বিক্রিতে শীর্ষ পাঁচ কোম্পানি হচ্ছে এইচপি, লেনোভো, এসার, ডেল ও স্যামসাং। পুরো বছরে এইচপির ক্রোমবুক বিক্রি হয়েছে ১ কোটি ২ লাখ ইউনিট। যা পূর্ববর্তী বছরের ৯৪ লাখ ইউনিটের চেয়ে ৯ দশমিক ৩ শতাংশ বেড়েছে। লেনোভো ও এসার গ্রুপের বিক্রি হয়েছে যথাক্রমে ৮৩ লাখ ও ৬৪ লাখ ইউনিট। ডেলের বিক্রি হয়েছে ৫৪ লাখ ইউনিট, যা পূর্ববর্তী বছরের চেয়ে কমেছে ৫ দশমিক ২ শতাংশ। স্যামসাং ৩২ লাখ ইউনিট ক্রোমবুক বিক্রি করলেও বছরওয়ারি বিক্রি বেড়েছে ৭৭ দশমিক ২ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।