
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হবে আজ (বৃহস্পতিবার)। এ উপলক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ রায়ের তারিখ ঘোষণা করবেন। দিনটিকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে কঠোর তল্লাশি চলছে। সরেজমিনে দেখা গেছে, হাইকোর্ট মাজারসংলগ্ন ট্রাইব্যুনাল এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
এছাড়া সেখানে বিজিবি ও ডিএমপির সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে, এবং সকাল ৮টার পর থেকে সেনাবাহিনীর টহল দলও মাঠে নামে।
বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই: মাহমুদুর রহমান মান্না
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



