জুমবাংলা ডেস্ক : ভাঙ্গা-ফরিদপুর মহাসড়ক উপজেলার হামেরদী নামক স্থানে ট্রাকের নিচে ডুকে পড়ে মোটরসাইকেল। এতে একজনের মৃত্যু ও একজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

মৃতের নাম আনোয়ার মিয়া (৪২)। তিনি ফরিদপুর সদর খাপাসপুর এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে। তিনি ভাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের একজন মাঠকর্মী হিসাবে কর্মরত ছিলেন।
গুরুতর আহত অহিদুজ্জামানকে ভাঙ্গা হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সাহালম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি।
তিনি বলেন, ভাঙ্গা সমাজসেবা অফিসে কর্মরত আনোয়ার ভাঙ্গা বাসা থেকে জরুরি কাজে ফরিদপুর বাসায় রওনা হয়। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে আনোয়ার মারা যান। তবে আহত তার বন্ধু অহিদের বিষয় বিস্তারিত জানতে পারি নাই। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
বিচ্ছেদের পর কার সঙ্গে থাকতে চায় বাচ্চারা, ছেলের উত্তরে অবাক ধানুশ-ঐশ্বরিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।