রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।
সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১০টা ৪০ মিনিটের দিকে বেলপুকুর রেলগেট সংলগ্ন এলাকায় সাব-ইন্সপেক্টর মো. সাইমন ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
আরএমপি সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরী এলাকাকে মাদক ও চোরাচালান মুক্ত করতে পুলিশ কমিশনারের নির্দেশের পরপরই বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী শহর হতে ঢাকাগামী একটি ট্রাককে ধাওয়া করা হয়।
ট্রাকটিকে রাত ১০টা ৪০ মিনিটের দিকে বেলপুকুর থানাধীন বেলপুকুর রেলগেট সংলগ্ন মসজিদের সামনে আটক করে তল্লাশী চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল চোরাচালানের অভিযোগে এসময় গ্রেপ্তার করা হয় ট্রাকের কেবিনে বসে থাকা মোঃ রাজু আহম্মেদ রনি (২৪) এবং ড্রাইভার মোঃ শিবলু রহমানকে (২৫)।
গ্রেপ্তারকৃত রাজু আহমেদ রাজশাহী মহানগরের কাটাখালি থানাধীন শ্যামপুর পশ্চিম পাড়ার মোঃ মোনারুল ইসলাম মন্টুর ছেলে। আর ড্রাইভার শিবলু কাটাখালি থানাধীন মাসকাটা দিঘি এলকার মোঃ মোতাহার আলীর ছেলে।
আটককৃত ট্রাকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।