Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক ও লেগুনার সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। রবিবার (২৭ জুলাই) বেলা সোয়া ১১টায় বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের হরিণ ধরা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে কুমিল্লা শহরে যাওয়া একটি লেগুনার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে আরও দু’জন মারা যান।
নিহতদের ব্যক্তিদের তিন জন পুরুষ ও একজন নারী। তাদের নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টিকে সরিয়ে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।