
Advertisement
জুমবাংলা ডেস্ক : শেরপুরে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অটোরিকশার আরো দুই যাত্রী।
আজ রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতি সড়কের বাজিতশিলা মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তিনজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।