ট্রাম্পের ছোট মেয়ের বিয়ে

ট্রাম্পের মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট মেয়ে টিফানি ট্রাম্পের সঙ্গে লেবাননের তরুণ মিশেল বলোসের বিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার।

ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের বিলাসবহুল প্রাসাদ মার-এ-লাগোতে এ বিয়ে অনুষ্ঠিত হবে। খবর মিনামি হ্যারাল্ডের।

টিফানি ট্রাম্পের দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গেই বিয়ে হচ্ছে। ২০১৯ সালের লেবাননের তরুণ মিশেল বলোসের সঙ্গে তার অ্যাংগেজম্যান্ট হয়েছিল।
ট্রাম্পের মেয়ে
লেবাননের ধনকুবের দম্পতির সন্তান ২৫ বছর বয়সি মিশেল বলোসের সঙ্গে ট্রাম্পের মেয়ের পরিচয় হয় ২০১৮ সালে গ্রিসের একটি দ্বীপে অবকাশ কাটাতে গিয়ে।

টিফানি ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের একমাত্র সন্তান। তিনি ২০২০ সালের জর্জটাউন ল স্কুল থেকে স্নাতক করেন।

টিফানি নিজেকে তার বড় ভাইবোনদের তুলনায় অনেক ক্ষেত্রেই আড়াল করে রেখেছিলেন। ২০২০ সালে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রথমবারের মতো আলোচনায় আসেন টিফানি।

অবিশ্বাস্য হলেও সত্যি, দাদির গর্ভে নাতনির জন্ম