Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ফের নির্বাচন করার জন্য তার ওপর ‘অনেক চাপ আছে’ বলে জানিয়েছেন হিলারি ক্লিনটন।
৭২ বছর বয়সী হিলারি বিবিসিকে বলেন, ২০১৬ সালে ট্রাম্পকে হারাতে পারলে যেভাবে নিজে ভাবেন সেভাবেই দেশ চালাতেন।
নিজের মেয়ের লেখা বইয়ের প্রচারে এসে বিবিসি রেডিও ফাইভের লাইভ অনুষ্ঠানে এসব কথা বলেন হিলারি। বইটির সহযোগী লেখিকা তিনি।
শেষ মুহূর্তে ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাবেন কি না, এমন প্রশ্নের জবাবে হিলারি বলেন, ‘যেহেতু বলেছি কখনো না, কখনোই না।’
‘আমি এতটুকু বলতে পারি অনেক অনেক লোক এটি নিয়ে ভাবতে আমাকে চাপ দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে এই স্টুডিওতে বসে আপনাকে বলছি এ বিষয়ে সত্যি আমার পরিকল্পনা নেই।’
কে বা কারা তাকে চাপ দিচ্ছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি হিলারি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।