ট্রিপল রিয়ার ক্যামেরাসহ সেরা সব ফিচারে সাশ্রয়ী মূল্যে ফোন আনছে ওয়ানপ্লাস
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: খুব শিগগিরই একটি জবরদস্ত ফোন নিয়ে আসছে ওয়ানপ্লাস। কিছু দিন আগেই ধুমধাম করে দুটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে সংস্থাটি।
হাই রেঞ্জের ফিচারপ্যাকড ফোন লঞ্চে ইতিমধ্যেই নামডাক রয়েছে ওয়ানপ্লাসের। তবে ইদানীং মধ্যবিত্তের নাগালের মধ্যেও একগুচ্ছ ফোন বের করেছে ওয়ানপ্লাস। আর একগুচ্ছ ফ্ল্যাগশিপ মডেলের পরে আরও একটি বাজেটফ্রেন্ডলি ফোন বাজারে আনতে চলেছে ওয়ানপ্লাস।
জানা গিয়েছে, খুব শিগগিরই লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের নর্ড CE লাইট 5G ফোন। ইতিমধ্যেই ফাঁস হয়েছে তার ঝলক। নর্ড CE 2 ফোনটি ভারতে লঞ্চ হয়েছে গত বছরই। আর তারই আপডেটের ভার্সন হিসেবে বাজারে আসতে চলেছে ওয়ানপ্লাসের নর্ড CE 3 লাইট মডেলটি।
যতদূর জানা যাচ্ছে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসতে চলেছে মডেলটি। যেখানে থাকছে দুটি বড় সার্কুলার ক্যামেরা মডিউলস। থাকছে 120Hz সাপোর্টযুক্ত ফুল এইচডি প্লাস এলসিডি স্ক্রিন ও সাইড মাউন্টে়ড একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সম্প্রতি এক টিপস্টার টুইট করে জানান, আগামী কয়েক মাসের মধ্যেই ভারতে লঞ্চ হতে চলেছে মডেলটি। ইতিমধ্যে মডেলটি ওয়ানপ্লাস ইন্ডিয়ার সাইটেও দেখা গিয়েছে বলে দাবি করেছেন তিনি।
ওয়ানপ্লাস নর্ড CE 2 লাইট 5G মডেলটি ভারতে লঞ্চ হয় গত বছরের এপ্রিলে। যেখানে ছিল 6.59 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। যা এসেছিল 120Hz রিফ্রেশ রেটের সঙ্গে। অ্যান্ড্রয়েড 13 -এর উপরে কাজ করে ওয়ানপ্লাসের অক্সিজেন OS 13। অক্টাকোর স্ন্যাপড্রাগন 695 চিপসেট ও অ্যাড্রেনো 619 GPU ও 8GB LPDDR4X ব়্যাম ব্যবহার করা হয়েছিল ফোনটিতে। AI ব্যাকড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে এসেছিল ওয়ানপ্লাসের নর্ড CE 2 5G। যেখানে ছিল 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল করে দুটি সেকন্ডারি সেন্সর। 16 মেগাপিক্সেল সোনি IMX471 ফ্রন্ট ক্যামেরা সেন্সর ছিল মোবাইলটিতে। যা ডিসপ্লের বাঁ দিকের স্লটে ছিল।
5G সাপোর্টেড ছিল ওই ফোনটিও। কাজ করত 4G লাইটও। তাছাড়া 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ v5.2, Wi-Fi 6 সাপোর্টের সঙ্গে এসেছিল ফোনটি। 5000mAh ক্যাপাসিটির ব্যাটারি যা 33W সুপারভুক চার্জিং সাপোর্ট করত। বেশ কয়েকটি রঙের ভেরিয়েশনে মিলছিল ফোনটি। 6GB ব়্যাম+128GB ইন্টানাল স্টোরেজ এবং 8GB ব়্যাম+1286GB ইন্টানাল স্টোরেজ, এই দুটি স্টোরেজ ভ্যারাইটির মধ্যে যে কোনও একটি বেছে নিতে পারবেন গ্রাহক। ওই মডেলটির দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় 19,999 টাকা থেকে।
ওয়ানপ্লাসের এই নর্ড CE 3 লাইট এডিশনটিতেও একই রকম সব ফিচার্স থাকতে চলেছে কিনা, তা এখনও স্পষ্ট করে বলা যাচ্ছে না। দাম নিয়েও এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি সংস্থার তরফে। আর সেসব জানতে ওয়ানপ্লাসের অফিশিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হবে ভক্তদের।
সূত্র: এই সময়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।