ট্রেজারি বিল বন্ডে সুদহার কমানো হয়েছে। এর কারণ হিসেবে দেখানো হয়েছে যে, সরকারি যা চাহিদা তার তুলনায় ব্যাংকগুলোতে অর্থের যোগান যথেষ্ট বেশি। আগের মাসের সাথে তুলনা করলে বিল ও বন্ডের মধ্যে সুদহার কমে গিয়েছে 107 থেকে 181 বেসিস পয়েন্ট পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে বিল ও বন্ডে সুদহার কমেছিল ১০ থেকে ২৯ বেসিস পয়েন্ট পর্যন্ত। গত ১৭ ফেব্রুয়ারির নিলামে ৯১ দিনের ট্রেজারি বিলের সুদহার ছিল ১০ দশমিক ৩৫ শতাংশ। সবশেষ গত ১৭ জানুয়ারির নিলামে ৯১ দিনের ট্রেজারি বিলে সুদহার ছিল ১১ দশমিক ৪২ শতাংশ।
সেই হিসাবে এক মাসের ব্যবধানে সুদহার কমেছে ১০৭ বেসিস পয়েন্ট। গত ১৭ ফেব্রুয়ারি ১৮০ দিনের ট্রেজারি বিলে সুদহার দাঁড়ায় ১০ দশমিক ২৪ শতাংশ। এক মাস আগে ছিল ১১ দশমিক ৪২ শতাংশ। সে হিসাবে সুদহার কমেছে ১১৮ বেসিস পয়েন্ট।
এদিক ফেব্রুয়ারিতে ৩৬৪ দিনের টেজারি বিলের সুদের হার দাঁড়ায় ১০ দশমিক ৩৫ শতাংশ। জানুয়ারিতে ছিল ১১ দশমিক ৯৫ শতাংশ। এক্ষেত্রে সুদহার কমেছে ১৬০ বেসিস পয়েন্ট। ফেব্রুয়ারিতে দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদ হার ছিল ১০ দশমিক ৯৮ শতাংশ। জানুয়ারি মাসে ছিল ১২ দশমিক ১৮ শতাংশ। ফেব্রুয়ারিতে পাঁচ বছর মেয়াদি বন্ডের সুদ দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৭ শতাংশ। যা জানুয়ারিতে ছিল ১২ দশমিক ১০ শতাংশ।
সেই হিসাবে সুদহার কমেছে ১৬৩ বেসিস পয়েন্ট। ১০ বছর মেয়াদি বন্ডে সুদের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ২৭ শতাংশ। জানুয়ারি মাসে ছিল ১২ দশমিক শূন্য ৮ শতাংশ । সে হিসাবে সুদহার কমেছে ১৮১ শতাংশ পয়েন্ট। অবশ্য ফেব্রুয়ারিতে ১৫ ও ২০ বছর মেয়াদি বন্ডের নিলাম হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।