ট্রেন দুর্ঘটনা: সকাল ৯টা ১০ মিনিটের ট্রেন এখনো ছাড়েনি কমলাপুর

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা সকাল ৯টা ১০ মিনিটের ট্রেন এখনো ছাড়েনি কমলাপুর

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকার কমলাপুর স্টেশন থেকে উত্তর পশ্চিমাঞ্চলের সব ট্রেন বিলম্বে ছাড়ছে। এর মধ্যে রংপুর এক্সপ্রেস প্রায় সাত ঘণ্টা বিলম্বে রয়েছে। সকাল ৯টা ১০ মিনিটের এই ট্রেন এখনো ঢাকা থেকে ছাড়তে পারেনি।

জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনা সকাল ৯টা ১০ মিনিটের ট্রেন এখনো ছাড়েনি কমলাপুর

কমলাপুর স্টেশন সূত্র বলছে, লাইন ক্লিয়ার না হওয়ার কারণে জয়দেবপুর হয়ে যে ট্রেনগুলো যাতায়াত করে সেগুলোর বিলম্ব হচ্ছে। গতকাল থেকেই এসব ট্রেন বিলম্বে ছাড়ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় সব ট্রেনই ২ থেকে ৩ ঘণ্টা বিলম্বে ছাড়ছে। এখনো লাইন পুরোপুরি ঠিক হয়নি। সকাল থেকে এই রুটে ৮টি ট্রেন ছেড়ে গেছে আর সবগুলোই বিলম্বে চলছে।

এদিকে ট্রেন বিলম্বে ছাড়ায় ছুটির দিনেও কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। সাধারণত দিনে ৫৩টি ট্রেন কমলাপুর স্টেশনে থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ছেড়ে যায়। তবে জয়দেবপুর দুর্ঘটনার কারণে গতকাল থেকে সব ট্রেনই দেরি করে ছাড়ছে। এসব ট্রেন ঢাকায় পৌঁছেছেও দেরি করে।

গাজীপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী রীনার ১০ লাখ এখন ৩ কোটি টাকা