স্পোর্টস ডেস্ক: করোনার প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সিনিয়র দলের ট্রেনিং সেন্টার ৪৮ ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় খুলে দেবার ঘোষণা দিয়েছে লিভারপুল।
রোববার এফএ কাপে তৃতীয় টায়ারের দল শ্রুশবেরির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সহকারী ম্যানেজার পিটার ক্রাউইটেজ তার দল নিয়ে আজ অনুশীলন করবেন।
করোনার কারনে লিভারপুল কমপ্লেক্সের শুধুমাত্র সিনিয়র দলের ট্রেনিং এলাকাটি বন্ধ করে দেয়া হয়েছিল। যে কারনে ক্লাবটির যুব দলের অনুশীলনে কোন বাঁধা পড়েনি। লিগ ওয়ানের দল শ্রুশবেরির বিপক্ষে অনুর্ধ্ব-২৩ দলের বেশ কিছু খেলোয়াড় হয়ত খেলার সুযোগ পাবে।
ম্যানেজার জার্গেন ক্লপসহ বেশ কিছু খেলোয়াড় করোনা পজিটিভ হয়ে আইসোলেশনে আছেন। তাদের মধ্যে অন্যতম হলেন এ্যালিসন বেকার, জোয়েল মাটিপ ও রবার্তো ফিরমিনো। এর মধ্য এ্যানফিল্ডের কালকের ম্যাচে সুস্থ হয়ে কেউ ফিরে আসছেন কিনা এ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। এর আগে করোনোর কারনে পর্যাপ্ত খেলোয়াড় দলে না থাকায় আর্সেনালের বিপক্ষে লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি স্থগিত হয়ে গিয়েছিল। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।