আন্তর্জাতিক ডেস্ক : ট্রেনে উঠতে গিয়ে হঠাৎ করেই ট্রেনের দরজায় চুল আটকে যায় এক নারীর। চোখের সামনে সহযাত্রীর এমন অবস্থা দেখে ভয় পেয়ে যান অনেকেই। তড়িঘড়ি খবর পৌঁছয় চালকের কাছে৷ থমকে যায় ট্রেন৷ এরপর দরজা খুলে যাত্রীর চুল বের করা হয়।
ঘটনাটি ঘটেছে গত ১৭ জুলাই লন্ডনের উত্তর-পশ্চিম শাখার একটি টিউব রেলে।
হ্যারো এবং ওয়েল্ডস্টোন স্টেশনের মাঝে ঘটা এই বিপত্তির জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। ওইদিন প্রায় প্রতিটি ট্রেনই দেরিতে চলে।
মহিলা যাত্রীর অভিযোগ, ট্রেনে ভীড় বেশি থাকায় খোলা দরজার মাঝে চুল আটকে গিয়েছিল তাঁর। তবে যাত্রী সুরক্ষায় কর্তৃপক্ষ যেভাবে তড়িঘড়ি উদ্যোগ নিয়ে ট্রেন থামিয়ে মহিলাকে উদ্ধার করেছে, তা দেখে আপ্লুত সকলেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।