Advertisement
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে বৃহস্পতিবার জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও ১৬ জন। খবর ইউএনবি’র।
নিহত জাহাঙ্গীর আলম (৩৮) ওই গ্রামের সিরাজুল আলমের ছেলে ।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানান, ইসমাইল হোসেন ওরফে নাবালক চেয়ারম্যান ও মুসা মাস্টারের মধ্যে জমি দখল নিয়ে এ সংঘর্ষ হয়।
এ ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার মুসা মাস্টারসহ ১৪ জনের নামে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সম্পদবাড়ি গ্রামের আবু হানিফার ছেলে গোলাম রব্বানীকে (২২) গ্রেপ্তার করেছে।
বাকি আসামিদের মধ্যে আটজন পুলিশ পাহারায় রাণীশংকৈল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপর পাঁচজন পলাতক রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।