
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ইজাবুল হক(৬৮) করোনায় আক্রান্ত হয়ে সোমবার মারা গেছেন। খবর ইউএনবি’র।
প্রায় এক সপ্তাহ আগে করোনা শনাক্ত হওয়ার পর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি চিকিৎসাধীন ছিলেন তিনি। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
এদিকে মঙ্গলবার একদিনে ঠাকুরগাঁওয়ে নার্স, স্বাস্থ্যকর্মী, প্রকৌশলী, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো মোট ৭১৮ জনের।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন, শের-ই-বাংলা নগর ঢাকা থেকে প্রেরিত রিপোর্ট অনুযায়ী ৫ জন ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে সন্ধ্যায় প্রেরিত রিপোর্ট অনুযায়ী ২৯ জন মোট ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন শনাক্তদের মধ্যে সদরে ১১ জন, রাণীশংকৈলে ৩ জন, বালিয়াডাঙ্গীতে ৯ জন, পীরগঞ্জে ৫ জন ও হরিপুরে ৬ জনের করোনা শনাক্ত হয়।
সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩৫৬ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।