
জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁও জেলা প্রশাসকের পরিবহন পুলের চালক আনোয়ার হোসেন (৫৫) বুধবার বিকালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। খবর ইউএনবি’র।
এনিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
এদিকে, বুধবার একদিনে ঠাকুরগাঁও সদর হাসপাতালের দুজন সিনিয়র স্টাফ নার্স, পুলিশ কনস্টেবল, ব্যাংক কর্মকর্তা, ইউএনও অফিসের নাইটগার্ডসহ ১১ জন এবং বালিয়াডাঙ্গীতে সংসদ সদস্যের এপিএস, উপজেলা হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী, ব্যাংক কর্মকর্তাসহ জেলায় মোট ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৩৯ জনে।
সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, এনিয়ে সদরে ৩৭১ জন, হরিপুরে ৭৮ জন, পীরগঞ্জে ৬৫ জন, রাণীশংকৈলে ৮৬ জন ও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৩৯ জনের করোনা শনাক্ত হলো।
সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়েছেন ৩৯২ জন। বুধবার নতুন করে ৮৫ জনের নমুনা দিনাজপুর পাঠানো হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৪ হাজার ৩৮৫ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।