জুমবাংলা ডেস্ক: ঠাকুরগাঁওয়ে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত ১,২৮৮ জন বিদেশ থেকে ফিরেছেন। কিন্তু প্রশাসন মাত্র ৬৯ জনকে খুঁজে পেয়েছেন। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। খবর ইউএনবি’র।
শুক্রবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মার্চ মাসের প্রথম থেকে ২৮টি দেশ থেকে ১,২৮৮ জন ঠাকুরগাঁওয়ে এসেছেন। পাশের দেশ ভারত থেকে এসেছেন সবচেয়ে বেশি ১,১১৬ জন। অবশিষ্ট ১৭২ জন এসেছেন অন্যান্য দেশ থেকে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার ৩৯ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া আগে থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা ২ জনের মেয়াদ ১৪ দিন অতিক্রান্ত হওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। বাকি চার উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩০ জন।
এর আগে বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় এক নারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এসময় আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনকে ডেকে ওই নারীকে তার জিম্মায় দিয়ে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।