বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ঠিক যেন আইফোন ১৩। এমনই এক স্মার্টফোন এনেছে চীনা মোবাইল নির্মাতা সংস্থা জিওনি। হুয়েই সংস্থার অধীনস্থ না হলেও হারমনি অপারেটিং সিস্টেমে চলবে নতুন এ ফোন।
জিওনির নতুন ফোনের নাম জিওনি ১৩ প্রো। ফোনের স্ক্রিন ৬.২৬ ইঞ্চি। এইচডি প্লাস রেজোলিউশন। অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। স্ক্রিন টু বডি রেশিও ৯০.৩। ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার নেই। তবে ফেস আনলকের সুবিধা রয়েছে।
জিওনি ফোনে ভালো ছবি ওঠে। এ ফোনেও আইফোনের আকারের ক্যামেরার গড়ন। রয়েছে এলইডি ফ্লাশ। প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরার তথ্য নেই।
আইফোন ১৩-র মতো জিওনির এ ফোনে ফ্ল্যাট এজ। ডান দিকে ফোনের ধ্বনি বাড়ানো-কমানোর বাটন। পাওয়ার বটন বাঁ দিকে। Unisoc T310 প্রসেসর রয়েছে ফোনটিতে।
ফোনে ৪ জিবি রাম, ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। ৩৫০০এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনে। ইউএসবি সি পোর্টে চার্জ করা যাবে। হারমনিওএস-এ চলবে ফোন। হুয়েই মোবাইল সার্ভিস পাওয়া যাবে এতে। জিওনি ১৩প্রো-র দাম চীনে ৫২৯ ইউয়ান। ভারতে দাম পড়েছে প্রায় ৬২০০ টাকা। ডিপ সি ব্লু, গ্লো গোল্ড, ব্রিলিয়ান্ট পার্পল এবং গ্রাফাইট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে এ স্মার্টফোন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।