জুমবাংলা ডেস্ক : শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।
আজ সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের কাছে এ সিদ্ধান্ত জানান তিনি।
গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হায়দার আলীকে এই মামলায় নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। নতুন এই নিয়োগের ফলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দুর্নীতি দমন কমিশনের (দুদক) এই আইনজীবী।
খুরশীদ আলম খান বলেন, ‘আমি বলেছি, আপনারা যে কোনো একজনকে দিন। একই মামলায় দুজন আইনজীবী নিয়োগ দেওয়া আমার কাছে সমীচীন মনে হচ্ছে না। সেটা আমার জন্যও সমস্যা হয়। তখন তারা আমাকে জানিয়েছেন, আপনি আমাদের আইনজীবী। আমরা তাঁকে দিতে চাইনি। কারও হয়তো রিকোয়েস্টে তাঁকে রাখা হয়েছে। আমি বললাম, আপনারা একজনকেই রাখেন, না হলে আমার পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব নয়।’
এ বিষয়ে আইনজীবী সৈয়দ হায়দার আলী বলেন, ‘এই মামলায় খুরশীদ আলম খান সাহেবও আছেন, আমাকেও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আমার সঙ্গে যাবেন এবং গেছেনও। আমরা এক সঙ্গে গিয়েছি। তিনি একসঙ্গে কাজ করবেন না এমন কথা তো বলেননি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।