জুমবাংলা ডেস্ক : টেকসই বা দীর্ঘস্থায়িত্বের (সাসটেইন্যাবলিটি) জন্য বাংলাদেশের ডেনিম এক্সপার্ট এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সকে পুরস্কৃত করেছে সুইজারল্যান্ডভিত্তিক বেসরকারি সংগঠন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)। ফোরামটি তাদের নিউ চ্যাম্পিয়ন এওয়ার্ডে ‘এক্সিলেন্স ইন সাইসটেইন্যাবলিটি’ ক্যাটেগরিতে পুরষ্কার দিয়েছে এ দুটি প্রতিষ্ঠানকে।
তারা ব্যবসায় মডেল, প্রযুক্তি এবং কৌশলগত টেকসই প্রবৃদ্ধির জন্য বিভিন্ন কোম্পানিকে সম্মানিত করে থাকে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশনের জন্য এসব কৌশল কাজে দেবে। এ খবর দিয়েছে অনলাইন ফাইবার টু ফ্যাশন। এতে বলা হয়, চট্টগ্রামভিত্তিক কোম্পানি ডেনিম এক্সপার্ট। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। ডব্লিউইএফ-এর ওয়েবসাইটে বলা হয়েছে এই কোম্পানিটি টেকসই ও অ্যাপারেল শিল্পের সবার অংশগ্রহণ উৎসাহিত করতে উদ্বুদ্ধ করছে।
জ্বালানি ও পানির ব্যবহার, কার্বন ডাই অক্সাইড নিঃসরণসহ বিভিন্ন খরচ কমিয়ে বিভিন্ন ক্ষেত্রে তারা টেকসই লক্ষ্য ও টার্গেট নির্ধারণ করেছে। ইউএসএইডের সহযোগিতায় এই কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে উভলিঙ্গ এবং মানবপাচারের খপ্পর থেকে ফিরে আসা মানুষের। স্বাস্থ্য ও অর্থ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। এটি বাংলাদেশে ইন্স্যুরেন্সে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তারা সামর্থ অনুযায়ী সার্বজনীন স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। এর আওতায় বর্তমানে সরাসরি যুক্ত রয়েছে ৮২ হাজার বাসাবাড়ি এবং পরোক্ষভাবে এতে জড়িত ৬৫ হাজার মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।