ডলারের দাম সাত মাসে সর্বোচ্চ

ডলারের দাম সাত মাসে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম ব্যাপক বেড়েছে। গত ৭ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যেতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এতে প্রধান বৈশ্বিক মুদ্রার দর বৃদ্ধি পেয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের মূল মুদ্রা ইউরোর বিপরীতে ডলারের মূল্য বেড়েছে। প্রতি ইউরোর দাম স্থির হয়েছে ১ দশমিক ০৫৯৮ ডলারে। গত ৭ সপ্তাহের মধ্যে যা সবচেয়ে বেশি।

ব্রিটেনের মুদ্রা স্টার্লিংয়ের বিপরীতে ডলারের দর বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ। স্টার্লিংপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ২০৪৬ ডলারে।
ডলার
তবে ডলারের বিরুদ্ধে শক্তিশালী হয়েছে জাপানের মুদ্রা ইয়েন। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৩৪ দশমিক ৮৩ ইয়েনে।

একই দিনে অস্ট্রেলিয়ার মুদ্রা ডলারের দরপতন ঘটেছে শূন্য দশমিক ৭ শতাংশ। এক অস্ট্রেলীয় ডলার বিকিয়েছে শূন্য দশমিক ৬৮১৫ মার্কিন মুদ্রায়।

সদ্য বৈঠকে বসেছিলেন ফেডের নীতি-নির্ধারকরা। সেখানে সুদের হার বৃদ্ধি অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন তারা।

সিএমসি মার্কেটের বাজার বিশ্লেষক টিনা টেং বলেন, ফেডের সভা হয়েছে। সেখানে কঠোর মুদ্রানীতি গ্রহণ করে যাওয়ার কথা বলা হয়েছে। ফলে বিনিয়োগকারীদের কাছে আবেদন ফিরে পেয়েছে ডলার।

এদিন ডলার সূচক বেড়ে ১০৪ দশমিক ৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। বিগত ১ মাসেরও বেশি সময়ের মধ্যে যা সর্বোচ্চ।

সূত্র: সিএনবিসি

বাজারে অলিভ অয়েল কফি আনছে স্টারবাকস