আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার (রুপি) মান আরও কমেছে। গতকাল শুক্রবার ৫ পয়সা বেড়ে এক ডলারের দাম দাঁড়িয়েছে ৭৯ দশমিক ১১ রুপি, যা সর্বকালের রেকর্ড।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আজ সকালে ভারতের শেয়ারবাজারেও দরপতন হয়েছে। বাজার খোলার পর ৩৯৯ দশমিক ৬৯ সূচক পড়ে সেনসেক্স দাঁড়ায় ৫২ হাজার ৬১৯ দশমিক ২৫-এ। নিফটি ১৩০ দশমিক ২৫ পয়েন্ট পড়ে গিয়ে হয় ১৫ হাজার ৬৫০।
রুপির দরপতন অব্যাহত থাকায় চলতি অর্থবছরে ডলারের তুলনায় রুপির দাম প্রায় ৬ শতাংশ অবমূল্যায়িত হলো।
অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রুপির দাম এমন পতনের অন্যতম কারণ ভারতের ইক্যুইটি বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বা এফআইআইয়ের মূলধন তুলে নেওয়া। এছাড়া বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি।
দ্য ইউএস ডলার ইনডেক্স অনুযায়ী, ২০ বছরের মধ্যে ডলারের মান এখন সবচেয়ে বেশি। বিশ্লেষকরা বলছেন, ডলারের বিপরীতে অন্যান্য স্থানীয় মুদ্রার দামের পতনের বহুবিধ কারণ আছে। এর মধ্যে প্রধান দুটি কারণ হলো- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।