ডলারের বিপরীতে রুপির দাম আরও কমলো
বিজনেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার দাম আরও কমেছে। সোমবার (৩০ জানুয়ারি) পাকিস্তানি রুপির দরপতন হয়েছে ২ দশমিক ৬১ শতাংশ। বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) তথ্য অনুযায়ী, এদিন দেশটির আন্তঃব্যাংক মুদ্রাবাজারে গ্রিনব্যাকের বিরুদ্ধে মূল্য হ্রাস পেয়েছে ৭ দশমিক ০৩ রুপি বা ২ দশমিক ৬১ শতাংশ। প্রতি ডলার বিক্রি হচ্ছে ২৬৯ দশমিক ৬৩ রুপিতে।
ইতোমধ্যে রুপির ব্যাপক পতনের প্রভাব কাটিয়ে উঠতে নানামুখী পদক্ষেপ নেয়া শুরু করেছে পাকিস্তান সরকার। রোববার (২৯ জানুয়ারি) প্রতি লিটার পেট্রোল ও ডিজেলের দাম ৩৫ রুপি বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ইশরাক দার।
এছাড়া লিটারপ্রতি কেরোসিন তেল এবং লাইট ডিজেল তেলের দরও ১৮ রুপি বাড়ানো হয়েছে। ঘোষণার পরপরই নতুন দাম কার্যকর হয়েছে।
প্রধান আন্তর্জাতিক মুদ্রার মূল্য নির্ধারিত করায় রেমিটেন্স ও রপ্তানিতে ৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। সম্প্রতি এই খবর ছড়িয়ে পড়ে। তবে তা অস্বীকার করেছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক (এসবিপি)।
প্রায় মাসখানেক ধরে পাকিস্তানি রুপির অবনমন ঘটছে। শুধু সবশেষ ৩ দিনে অবমূল্যায়ন হয়েছে ১৪ শতাংশ।
এর আগে কয়েক সপ্তাহ ধরে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে ডলারের বাজার নিয়ন্ত্রণে রাখা হয়। তবে পরে বিনিময় হার অবাধ করে দেয় কর্তৃপক্ষ। এতেই মূলত রুপির ব্যাপক মান কমে। কারণ, এই পদক্ষেপ বৈদেশিক মুদ্রার খোলা এবং কালোবাজারের মধ্যে ব্যবধান প্রশস্ত করেছে।
বিশ্লেষকরা বলছেন, শিগগিরই পাকিস্তানে আসছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তারা। এতে দেশটির জন্য বৈশ্বিক ঋণদাতা গোষ্ঠীটির অর্থছাড়ের পথ সুগম হতে পারে। ফলে রুপির দাম স্থিতিশীল হবে।
সূত্র: বিজনেস রেকর্ড
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।